Question:সমান্তরাল সমবায়ে তুল্যরোধের মান প্রতিটি রোধের মানের চেয়ে কম হয় কেন?
Answer একটি রোধের বদলে রোধের একটি সমান্তরাল সমবায়ের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে দিয়ে আধান বা ইলেকট্রন একাধিক বিকল্প পথে প্রবাহের সুযোগ পায়। এক্ষেত্রে যে পথে কম রোধ রয়েছে সেখান দিয়ে বেশি মানের তড়িৎ প্রবাহিত হয়। প্রকৃতপক্ষে কতগুলো রোধ সমান্তরাল সমবায়ে সংযুক্ত করা কোনো একটি রোধের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধির সমতুল্য। বিদ্যুৎ প্রবাহের একাধিক পথ থাকায় সমান্তরাল সমবায়ের তুল্যরোধের মান প্রতিটি রোধের মানের চেয়ে কম হয়।
+ Report
shomantoral shomobaye tuljorodher man protiti rodher maner cheye kamo hoy ken?