Question:কোনো স্থানে তড়িৎপ্রবাহ বিঘ্নিত হওয়ার কারণ ব্যাখ্যা কর। 

Answer তড়িৎপ্রবাহ মানেই ইলেকট্রনের প্রবাহ। কোনো পরিবাহকের দুই প্রান্তে বিভবের পার্থক্য হলে ইলেকট্রন তথা ঋণাত্মক আধান নিম্ন বিভব থেক্ েুচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। এ ইলেকট্রন স্রোত পরিবাহকের মধ্য দিয়ে চলার সময় পরিবাহকের অভ্যন্তরস্থ অণু-পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ফলে ইলেকট্রনের গতি বাধাপ্রাপ্ত হয় এবং তড়িৎপ্রবাহ বিঘ্নিত হয়। 

+ Report
Total Preview: 673
kono shothane toড়িtprobaho bighnit hooyar karon baakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd