Question:একটি শুষ্ক কোষের তড়িচ্চালক শক্তি 1.5V। 0.5C আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে কোষের ব্যয়িত শক্তির পরিমাণ নির্ণয় কর। 

Answer প্রদত্ত কোষের তড়িচ্চালক শক্তি 1.5V। আমরা জানি, কোনো তড়িৎ উৎস একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে উৎসসহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ঐ বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করে, তথা উৎস যে তড়িৎশক্তি ব্যয় করে, তাকে ঐ উৎসের তড়িচ্চালক শক্তি বলে। সুতরাং IC আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে কোষের ব্যয়িত শক্তির পরিমাণ = 1.5J। `:. 0.5C` আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ঐ বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করে, তথা উৎস যে তড়িৎশক্তি ব্যয় করে, তাকে ঐ উৎসের তড়িচ্চালক শক্তি বলে। সুতরাং IC আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে কোষের ব্যয়িত শক্তির পরিমাণ = `1.5JC^(-1)xx0.5C=0.75J`। 

+ Report
Total Preview: 812
akti shushk kosher toড়িchchalk shakti 1.5V. 0.5C adhanke shompuron borotne ghuriye ante kosher bayoিt shaktir pariman nirony karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd