Answer ট্রান্সফর্মার মূলত তাড়িতচৌম্বক আবেশ নীতির উপর ভিত্তি করে কাজ করে। ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীর মধ্যে দিয়ে যখন শুধুমাত্র পর্যাবৃত্ত প্রবাহ যায় তখনই গৌণ কুন্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের এবং ভোল্টেজ এর পরিবর্তন ঘটে। কিন্তু মুখ্য কুন্ডলীতে অপর্যাবৃত্ত প্রবাহের কারণে কোন তাড়িত চৌম্ব এবশ গৌণ কুন্ডলীতে তৈরি হয় না। এবং গৌণ কুন্ডলীতে কোন আবিষ্ট তড়িৎ প্রবাহ বা ভোল্টেজ পাওয়অ যায় না।
যেহেতু মুখ্য কুন্ডলীতে তড়িৎ প্রবাহের ও ভোল্টেজের পরিবর্তন একমাত্র গৌণ কুন্ডলীতে তড়িৎ আবেশ তৈরি করে। সুতরাং ট্রান্সফর্মার শুধুমাত্র পর্যাবৃত্ত ভোল্টেজ পরিবর্তন করে।