Question:জেনারেটরের কার্যপ্রণালি সংক্ষেপে ব্যাখ্যা কর। 

Answer জেনারেটরের আর্মেচারটিকে যখন ঘুরানো হয় তখন আর্মেচার কুন্ডলী চৌম্বকক্ষেত্রের বলরেখাগুলোকে ছেদ করে এবং তাড়িতচৌম্বক আবেশের নিয়মানুযায়ী কুন্ডলীতে তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয়। কুন্ডলীর একবার ঘূর্ণনের মধ্যে আবিষ্ট তড়িৎপ্রবাহের অভিমুখও একবার পরিবর্তিত হয়। এভাবে যান্ত্রিক শক্তি থেকে পরিবাহী প্রবাহ উৎপন্ন হয়। 

+ Report
Total Preview: 507
jenaretrer karojopronali shongkkhepe baakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd