Question:এডিসন ক্রিয়া কী? 

Answer বিজ্ঞানী এডিসন ১৮৮৩ সালে যখন তড়িৎ বাতি নিয়ে কাজ করছিলেন তখন একটি জিনিস তাকে খুব বিব্রত করছিল। তার বাতির কার্বণ ফিলামেন্টের ধনাত্মক প্রান্ত বারবার পুড়ে যাচ্ছিল। এ অসুবিধা দূর করার জন্য তিনি ফিলামেন্টের সাথে একটি প্লেট সিল করে ঢুকিয়ে দেন। পরে তিনি দেখতে পান যে ফিলামেন্ট সাপেক্ষে প্লেটকে যখন ধনাত্মক বিভব দেওয়া হচ্ছে তখন ভ্যাকুয়াম টিউবের মধ্য দিয়ে একটি তড়িৎপ্রবাহ চলে। কিন্তু প্লেটকে ঋণাত্মক বিভব দিলে তড়িৎপ্রবাহ চলে না। এডিসন বিষয়টির ব্যাখ্যা এভাবে দেন যে, যেহেতু উত্তপ্ত ফিলামেন্ট থেকে নিঃসৃত আধান ধনাত্মক প্লেটের দিকে যায় তাই এ আধান ঋণাত্মক। প্লেট ঋণাত্মক হলে ঐ নিঃসৃত আধানকে বিকর্ষণ করে ফলে বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ থাকে না। এটাই এডিসন ক্রিয়া নামে পরিচিত। 

+ Report
Total Preview: 2095
adishon kriya ki?
Copyright © 2026. Powered by Intellect Software Ltd