Question:আলফা ও বিটা কণার পার্থক্য ব্যাখ্যা কর। 

Answer আলফা ও বিটা কণার মধ্যে পার্থক্য নিম্নরূপ- ১. আলফা কণা হলো একটি হিলিয়াম নিউক্লিয়াস, অপরদিকে বিটা রশ্মি হলো ঋণাত্মক ইলেকট্রনের প্রবাহ। ২. বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফা কণার তুলনায় বেশি। আলফা কণা বাতাস ভেদ করতে না পারলেও বিটা রশ্মি তা পারে। ৩. আলফা রশি।মর কণাসমূহকে মারাত্মক ক্ষতিকর ও বিপদজনক বিবেচনা করা হলেও বিটা কণাসমূহকে এরূপ বিবেচনা করা হয় না। ৪. আলফা কণষার ভর হাইড্রোজেন পরমাণুর চারগুণ এবং বিটা কণার ভর ইলেকট্রনের সমান। ৫. আলফা কণার আধান `+3.2xx10^(-19)C` এবং বিটা কণার আধান `-1.6xx10^(-19)C`। ৬. আলফা কণার বেগ আলোর বেগের শতকরা ১০ ভাগ, পক্ষান্তরে বিটা কণার বেগ আলোর দ্রুতির শতকরা ৫০ ভাগ তবে ৯৮ ভাগ পর্যন্ত হতে পারে। 

+ Report
Total Preview: 1689
alfa o bita kanar parothokjbaakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd