Question:ডায়োড ও ট্রায়োডের তুলনা কর। 

Answer সর্বপ্রথম আবিষ্কৃত ভ্যাকুয়াম টিউবে দুইটি ইলেকট্রোড ছিল বলে প্রকৃত ডায়োড বলা হয়। এটি আবিষ্কারের দুই বছর পর তিনটি ইলেকট্রোডযুক্ত যে ভ্যাকুয়াম টিউব আবিষ্কৃত হয় তাকে ট্রায়োড বলে। এতে অ্যানোড ও ক্যাথোড ছাড়া গ্রিড নামে তৃতীয় আরেকটি ইলেকট্রোড ছিল। ডায়োড শুধু রেকটিফায়ার হিসেব কাজ করলেও ট্রায়োড অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করতে পারে। 

+ Report
Total Preview: 763
dayoড o trayoder tulna karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd