Question:এনজিওগ্রাফিতে ডাই-এর ব্যবহার ব্যাখ্যা কর। 

Answer এনজিওগ্রাম করার সময় চিকিৎসক রোগীর দেহে যে তরল পদার্থ একটি সরু ও নমনীয় নলের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে দেন তাকে ‘ডাই’ বলে। নলটিকে ক্যাথেটার বলে। এই ডাই ব্যবহারের ফলে রক্তবাহী নালিকাগুলো এক্সরের সাহায্যে দৃশ্যমান হয়। এই ডাই পরে কিডনী এবং মুত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। 

+ Report
Total Preview: 671
angiografete dai-ar babohar baakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd