Question:C.T. স্ক্যান পদ্ধতিটি কী? ব্যাখ্যা কর।
Answer সিটি স্ক্যান শব্দটি ইংরেজি Computer Tomography Scan এর সংক্ষিপ্ত রূপ। যে প্রক্রিয়ায় কোনো ত্রিমাত্রিক বস্তুর কোনো ফালি বা অংশের দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা হয় সে প্রক্রিয়াকে টমোগ্রাফি বলে। সিটি স্ক্যান হচ্ছে এই প্রক্রিয়ায় উৎপন্ন ছবি।
+ Report
C.T. shokan padhtiti ki? baakha karo.