Question:নিচের প্রশ্নগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা কর। ঈগল, সূর্য, ঘাস, পোকামাকড়, সাপ, ব্যাঙ।
Answer ঈগল, সূর্য, ঘাস, পোকামাকড়, সাপ, ব্যাঙ নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রমটি হলো-
সূর্য ⇒ ঘাস ⇒ পোকামাকড় ⇒ ব্যাঙ ⇒ সাপ ⇒ ঈগল।
ব্যাখ্যা : সূর্য হলো সকল শক্তির উৎস। সূর্যের আলো ব্যবহার করে ঘাস সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই তৈরি করে। অর্থাৎ সৌরশক্তি ব্যবহার করে ঘাস বেঁচে থাকে। এই ঘাসকে পোকামাকড় খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে।
আবার, ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একই ভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়। এভাবেই সৌর শক্তি থেকে শক্তির প্রবাহ ঈগল পর্যন্ত প্রবাহিত হয়।