Question:খাদ্যশৃঙ্খল ও খাদ্যজালের মধ্যকার মিল ও অমিল ৫টি বাক্যে আলোচনা কর। 

Answer নিচে খাদ্যশৃঙ্খল ও খাদ্যজালের মধ্যকার মিল ও অমিল পাঁচটি বাক্যে আলোচনা করা হলো- ১. খাদ্যশৃঙ্খল হলো খাদ্য ও খাদকের সম্পর্ক অন্যদিকে খাদ্যজাল হলো অনেকগুলো খাদ্যশৃঙ্খলের পারস্পরিক সম্পর্ক। ২. একটি পরিবেশে একাধিক খাদ্যশৃঙ্খল থাকলেও একটি মাত্র খাদ্যজাল থাকে। ৩. খাদ্যজাল খাদ্যশৃঙ্খলের অন্তর্ভুক্ত নয়, কিন্তু খাদ্যশৃঙ্খল খাদ্যজালের অংশ। ৪. খাদ্যশৃ্ঙ্খলে দুই বা ততোধিক নির্ধিষ্ট খাদক থাকলেও খাদ্যজালে অসংখ্য খাদক থাকে। ৫. খাদ্যশৃঙ্খলের খাদ্য নির্দিষ্ট ও সীমিত কিন্তু খাদ্যজালে বহুসংখ্যক খাদ্য থাকে। 

+ Report
Total Preview: 1474
khadojosriঙkhl o khadojojaler modhjokar mil o omil ৫ti bakje alochna karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd