Question:আমরা কীভাবে শব্দ দূষণ প্রতিরোধ করতে পারি? 

Answer শব্দদূষণ প্রতিরোধে আমরা যেসব পদক্ষেব নিতে পারি তা হলো- ১. উচ্চস্বরে গান বাজানো বন্ধ করা। ২. গাড়ির চালককে অকারণে হর্ণ বাজানো বন্ধ করা। ৩. শ্রেণিকক্ষে গোলমাল না করা। ৪. মাইক বাজানো বন্ধের আইনত ব্যবস্থা করা। ৫. কলকারখানা লোকালয় থেকে দূরে স্থাপন করা। 

+ Report
Total Preview: 1765
amora kivabe shobdh doূshn protirodh karote pari?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd