Question:রন্তুর বাড়ির পাশে ময়লা, আবর্জনা ফেলা হয়, এতে কোন দুষণ ঘটবে? এর ৪টি ক্ষতিকর প্রভাব লেখ। 

Answer ময়লঅ আবর্জনা থেকে নির্গত দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দুষণ ঘটায়। বায়ু দুষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব চারটি হলেঅ- ১. তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ২. এসিড বৃষ্টি হচ্ছে। ৩. ফুসফুসে ক্যান্সার দেখা দিচ্ছে। ৪. মানুষ শ্বাসজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। 

+ Report
Total Preview: 720
rontur baড়িr pashe moyola, aborojona phela hoyo, ate kon dushn ghtbe? ar ৪ti khtikr provabo lekh.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd