Question:পানি চক্র কাকে বলে? পানিচক্রের উপর তিনটি বাক্য লেখ। 

Answer পানি তার এক উৎস থেকে অন্য উৎস ঘুরে আসে। পানির এই ফিরে আসার মাধ্যমে যে চক্র সম্পন্ন হয় তাই পানিচক্র। সূর্যের তাপে পুকুর, খাল, বিল নদী ও সমুদ্রের পানি জলীয়বাষ্পে পরিণত হয়। এই জলীয় বাষ।প বায়ুমণ্ডলের উপরের দিকে উঠে ঠাণ্ডা হয়ে ক্ষুদ্র পানি কণায় পরিণত হয়। মেঘের পানি কণাগুলো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তা বরফে পরিণত হয় এবং শিলাবৃষ্টি হিসেবে পৃথিবীতে নেমে আসে। 

+ Report
Total Preview: 4511
pani chcr kake bole? panichkrer upar tinti bakjlekh.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd