Question:সংক্রামক রোগের ৫টি প্রতিকার লেখ। 

Answer সংক্রামক রোগের ৫টি প্রতিকার হলো- ১. রোগাক্রান্ত হলে রোগীকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। ২. রোগীকে পুষ্টিকর খাবার খেতে হবে। ৩. রোগীকে প্রচুর পরিমাণে নিরাপদ পানি ব্যবহার করতে হবে। ৪. রোগীকে হালকা জ্বর বা সামান্য মাথা ব্যাথা করলে প্রাথমিকভাবে কিছু ঔষধ গ্রহণ করতে হবে। ৫. যদি রোগীর ক্রমাগত বমি হতে থাকে এবং মারাত্মক মাথাব্যাথা হয় অবশ্যই রোগীকে ডাক্তার দেখাতে হবে। 

+ Report
Total Preview: 599
shongcramok roger ৫ti protikar lekh.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd