Question:জানুয়ারি এবং জুলাই এর মধ্যে কোন মাসটি বনভোজনের জন্য উপযুক্ত? কেন? 

Answer জানুয়ারী এবং জুলাই এর মধ্যে জানুয়ারী মাসটি বনভোজনের জন্য উপযুক্ত। কেননা বাংলাদেশে বর্ষা শুরু হয় জুনের মাঝামাঝি এবং শেষ হয় আগস্ট মাসে। বর্ষাকালে মাসিক গড় আর্দ্রতার পমিাণ ও মাসিক গড় বৃষ্টিপাত অন্যান্য মাসের তুলনায় বেশি। ফলে বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের এক পঞ্চমাংশ পানিতে তলিয়ে যায়। ফলে বর্ষাকাল বনভোজনের জন্য উপযুক্ত সময় নয়। অন্যদিকে, জানুয়ারী মাসটি মূলত শীতের শেষ সময়। এই সময়ে সূর্য বাংলাদেশের দক্ষিণে খাড়াভাবে কিরণ দেয়, তাই বায়ুর চাপ কম হয়। বাংলাদেশের উত্তরে বেশ শীত এবং বায়ুচাপ বেশি থাকে। তাই শীতকালে বাংলাদেশের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বায়ু প্রবাহিত হয়। এই বায়ু স্থলভাগ থেকে আসে বলেএতে জলীয়বাষ্প কম থাকে। এজন্য শীতকাল শুষ্ক থাকে। এবং বৃষ্টিপাত কম হয়। তাই বলা যায়, জানুয়ারী মাসটি বনভোজনের জন্য উপযুক্ত। 

+ Report
Total Preview: 1817
januyari abong julai ar modhe kon mashoti bonbhোjoner janno upajukto? ken?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd