Question:জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন কী ব্যাখ্যা কর। 

Answer পরিবর্তত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচিই হলো জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। অভিযোজনের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি কমানো ও পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। এসব ব্যবস্থার মধ্যে রয়েছে- ১. ঘরবাড়ি, বিদ্যালয়, কলকারখানা ইত্যাদি অবকাঠামোর উন্নয়ন। ২. বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ। ৩. উপকূলীয় বন সৃষ্টি করা। ৪. লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন। ৫. জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কিত ধারণা সকলকে জানানো ইত্যাদি। 

+ Report
Total Preview: 2991
jolbayoু pariborotner shathe khap khaoyano ba ovejojon ki baakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd