Question:মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে দুটি পার্থক্য লেখ। 

Answer মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে অনেকগুলো পার্থক্য বিদ্যমান।তন্মধ্যে দুটি পার্থক্য নিম্নে দেওয়া হলো: (১)মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষটি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। পক্ষান্তরে, মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষটি বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে। (২) মাইটোসিস কোষ বিভাজন জীবের দেহকোষে সংঘটিত হয় বলে দেহের বৃদ্ধি ঘটে। অন্যদিকে, মিয়োসিস কোষ বিভাজন জীবের জনন মাতৃকোষে সংঘটিত হয় বলে গ্যামেট তৈরি হয়। 

+ Report
Total Preview: 4478
maitোshisho o miyoshisho kosh bivajoner modhe duti parothokjlekh.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd