খাল-বিল-নদী-নালা'র দেশে অনেকেই আমরা সাঁতার জানি না। তবুও, দুর্ঘটনাই হোক, অথবা নিছক মজাচ্ছলে হোক, পানিতে পড়ে ডুবে যাওয়ার ঘটনা কিন্তু নেহাতের কম নয়!
বাইরের দেশের স্কুল-কলেজে যা শেখানো হয়, তা আমাদের কারিকুলামে নেই।
তাই আসুন, স্বেচ্ছায় শিখে নেই কি করে ডুবন্ত মানুষকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা Cardiopulmonary resusitation বা সংক্ষেপে CPR দেয়া যায়।
খুবই সহজ কিছু পদ্ধতি, শিখে রাখলে হয়তো যেকোনোদিন বাঁচাতে পারবেন নিজের প্রিয়জন অথবা একজন মানুষের জীবন।
সৌজন্যেঃ প্রথম আলো, এপ্রিল ৩, ২০১৩
Comments 1