Home  • Story, Tales & Poem • Poem

কত আগে তোকে হারিয়েছি

কত আগে তোকে হারিয়েছি বোকুল ফুল গাছটি আজ-ও সাক্ষি ফুল ঝরে , পাতা ঝরে আজ অনেক বড় হয়েছে। ভাঙ্গা রাস্তাটি এখন খুব অপরিচিত লাগছে পিজ ঠালা পথ হয়েছে। পরিচিত স্থান গুলো আজ খুব অপরিচিত লাগছে অনেক দিন পরে আজ চেনা মানুষ গুলো কে অচেনা লাগছে তোকেও খুব জাপসা লাগছে কিন্তু বিশ্বাস কর, তোমার সাথে আমার হারানো স্মৃতি গুলো একদম ভুলি নাই। যেমন রেখে গেছো তেমনি আছে ।

Comments 3


গদ্য কবিতা।
খুব সুন্দর......আমার ভাল লেগেছে।
thank you,Mam
About Author
Syed Ashib Zaman
Copyright © 2025. Powered by Intellect Software Ltd