এনগেজমেন্ট, (আংটি বদল)
হওয়ার পর
ছেলে আর মেয়ে ঠিক তেমনি
যেমন আগে ছিল (আগন্তুকের মত)
তাদের একে অন্যের উপর কোন হক নেই ।
যতক্ষন না তারা বিবাহ
বন্ধনে আবদ্ধ হয়।
বিশ্ব নবী (সাঃ) বলেন,
তোমাদের জন্যে সেই নারী (বাগদত্তা)
তেমনি (বেগানা) যেমন সে আগে ছিল।
অথচ আমাদের দেশে এনগেজমেন্ট
হওয়ার পর ছেলে আর মেয়ে
অফিসিয়ালী অনুমোদন
পেয়ে যায় ।
একসাথে হাতে হাত রেখে চলার।
কিন্তু আমার নবী (সাঃ) বলেছেন,
নারি আর পুরুষ বিবাহ না করে
কাছা-কাছি আসা মানে
জিনায় লিপ্ত হওয়া,
হাতে হাত রাখলে হাতের জিনা,
চোখে চোখ রাখলে
চোখের জিনা,
কথা বললে মুখের জিনা, কানের জিনা।
আল্লাহ আমাদের সকল প্রকার
জিনা থেকে রক্ষা করুন।
আমিন
Comments 1