Home  • Online Tips • Religious

কুরআন তেলাওয়াতে সেরা বাংলাদেশী সাকিব

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশী কিশোর নাজমুল সাকিব। ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় সবচেয়ে সুন্দর কণ্ঠ নির্বাচিত হয়েছে ১২ বছর বয়সী সাকিব। এতে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হয়েছে যথাক্রমে ইয়েমেন, মিশর ও আফগানিস্তানের তিন কিশোর। শনিবার ‘সুন্দর কণ্ঠ’ বিভাগে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ৯০ জন অংশ নেয়। চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা করে ১৩ জন। মধুর সুরে তেলাওয়াত করে সাকিব বিচারকদের মন জয় করে। পুরস্কার হিসেবে সাকিব পাবে পাঁচ হাজার দিরহাম। আজ সোমবার ঘোষণা করা হবে ১৭তম দুবাই ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড (ডিআইএইচকিউএ)। আজ এ আয়োজনের শেষ দিনে ইসলামিক পারসনালিটি অব দ্য ইয়ার পুরস্কারও প্রদান করা হবে। এ পুরস্কার পাচ্ছেন ভারতের ধর্ম প্রচারক ও বিশিষ্ট বক্তা ড. জাকির নায়েক। সাকিব জানায়, তার বাবা তাকে এ ব্যাপারে সহযোগিতা করেছেন। এ জন্য তাকে কঠোর অনুশীলন করতে হয়েছে।

Comments 0


About Author
Syed Ashib Zaman
Copyright © 2025. Powered by Intellect Software Ltd