Home  • Online Tips • Religious

হাদীসের বাণী

আবু হুরায়রা (রাঃ) বলেন, ‘একদা রাসূলুল্লাহ (ছাঃ) ফজরের সময় বেলালকে বললেন, বেলাল বলতো দেখি মুসলমান হয়ে তুমি এমন কোন কাজ করেছো যার ছওয়াবের আশা তুমি অধিক করতে পার? কেননা আমি তোমার জুতার শব্দ জান্নাতে আমার সম্মুখে শুনতে পেয়েছি। তখন বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ( সাঃ)! আমি এছাড়া এমন কোন কাজ করিনি যা আমার নিকট অধিক ছওয়াবের কারণ হ’তে পারে যে, আমি রাতে বা দিনে যেকোন সময়ই ওযূ করেছি তখন সেই ওযূ দ্বারা ছালাত আদায় করেছি যা আল্লাহর পক্ষ হ’তে আমাকে তাওফীক্ব দেওয়া হয়েছে’। [ বুখারী, মুসলিম, মিশকাত হা/১৩২২]

Comments 0


About Author
Md. Nasir Uddin
Copyright © 2025. Powered by Intellect Software Ltd