Home  • Online Tips • Religious

হাদীসের বাণী

হযরত আয়েশা রা. হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সা. বলেছেন যে, এ উম্মতের আখেরী জমানায় (কিয়ামতের পূর্ব সময়ে) ভূমি ধ্বস, আকৃতি বিকৃতি এবং প্রস্তর বর্ষণ হবে। হযরত আয়েশা রা. বলেন, আমি বললাম-"ইয়া রাসূলাল্লাহ! আমাদের মধ্যে নেককার লোক জিবীত থাকলেও কি আমরা ধ্বসং হব?" তিনি বললেন-"হ্যাঁ যখন অশ্লীলতা ও অন্যায় প্রকাশ পাবে। (তিরমিযী শরীফ-২/৪১)

Comments 0


About Author
Md. Nasir Uddin
Copyright © 2025. Powered by Intellect Software Ltd