Home  • Online Tips • Recipe

ফ্রুট মিক্স

3061
উপকরণ : টক-মিষ্টি দই ৩ কাপ। কনডেন্সড মিল্ক আধা কাপ। আপেল, কলা, আঙ্গুর, বাঙ্গি- টুকরা করে কাটা। কিশমিশ ৫-৬টি। খেজুর ২-৩টি। বাদাম ৪-৫টি। পদ্ধতি : দই একটা পাতলা কাপড়ে ঢেলে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর ব্লেন্ডারে দই দিয়ে তাতে কনডেন্সড মিল্ক মিশিয়ে ৫ মিনিট ব্লেন্ড করুন। এখন মিশ্রণটি পরিবেশন পাত্রে ঢেলে ফ্রিজে রাখতে হবে ১ ঘণ্টা। একটু জমে আসলে ফ্রিজ থেকে বের করে ফল, কিশমিশ, বাদাম, খেজুর দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Comments 2


Big grin
Yummy!!!!!!! Invite us for taste this delicious pie.
About Author
Most Monira Begum
Copyright © 2025. Powered by Intellect Software Ltd