ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) পর্যায়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময় সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা শুরু হবে ১ নভেম্বর।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় নতুন সময়সূচি অনুযায়ী ’ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ নভেম্বর, ‘খ’ ইউনিটের পরীক্ষা ৮ নভেম্বর, ’গ’ ইউনিটের ১৫ নভেম্বর, ‘ক’ ইউনিটের ২২ নভেম্বর এবং ’চ’ ইউনিটের পরীক্ষা ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাতে পরিবর্তিত এ সময় সূচি জানায়।
এরআগে দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তির সময়সূচি জানায়। রাতে তা আবার পরিবর্তন করে। সে সূচিতে ’চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি।
সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা ৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
গত বছর এ চার ইউনিটের সঙ্গে ‘চ’ ইউনিট মিলিয়ে মোট ৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায়।
Comments 2