আমরা নোয়াখাইল্লা
লেখক:- মোহাম্মদ হানিফ
---------------------------
আঁঙ্গো নোয়াখাইল্লা হোলাহাইন
বালার তোন বালা ,
আঙ্গোরে কেউ খারাপ কইলে
উইডবো কাঁপি হিগার নালা ।
আমরা মেলা ভালা মানুষ
সত্ আঙ্গো স্বভাব ,
আঁঙ্গো কাছে বেইঙ্গেন আছে
নাই কিছুর অভাব ।
আঙ্গো জেলার হোলাহাইনের
নাই-রে কোন ডর ,
আঙ্গো নাম হুইনলে বেকের
গা'ত উডি যায় জ্বর ।
জিনিয়াস বেক হোলাহাইনের
এই নোয়াখালীতে বাস ,
মিলেমিশে সুখে দুঃখে
কাডাই বারমাস ।।
Comments 0