Home  • Online Tips • Religious
- Mursi and the Presidential dinner -

ড.মুরসি ও প্রেসিডেন্সিয়াল ডিনার।

আমাকে একটি সত্য ঘটনা বলতে দাও যেটি রাজপ্রসাদের একজন বাবুর্চি ‌মিডিয়ার নিকট 'আমি একজন মিশরী' অনুষ্ঠানে বলেছিল- -আপনি জানেন, মুরসি একটি ভারা বাসায় থাকতেন, প্রেসিডেন্ট হওয়ার পর তিনি তার পরিবারকে প্রেসিডেন্ট ভবনে স্থানান্তর করেননি। যদিও তা সাধারণ প্রটোকলের মধ্যেই পড়ে। তার প্রেসিডেন্ট প্রাসাদটি শুধুমাত্র অফিস ও... কাজের ক্ষেত্র হিসেবেই ব্যবহার করতেন . প্রথম যেদিন তিনি এই প্রাসাদে প্রবেশ করেন স্টাফগণ দুপুর বেলা প্রেসিডেন্টকে ডিনার করার জন্য অনুরোধ করলে তিনি ডাইনিং রুমে প্রবেশ করে দেখলেন বিভিন্ন প্রকার সুস্বাদু খাবার টেবিলে রেডি করা আছে। একজন বাদশার জন্য যেমন সুস্বাদু উন্নত মানের খাদ্য হতে পারে আপনি ধরে নিতে পারেন তার সবকিছু । ডা.মুরসি তাদের জিজ্ঞাসা করলেন-এত কিছু কী এগুলো ? তারা বললো-‘এটা প্রেসিডেন্সিয়াল খাবার’’ প্রেসিডেন্ট মুচকি হেসে উত্তর দিলেন ‘আমি যদি এতসব খাবার খাই তাহলে তো ঘুমিয়ে পড়বো আর কোন কাজ কর্ম করতে পারবো না, দয়া করে তোমরা আমাকে একটা রুটি ও কিছু পানীয় দাও’ - অত:পর তিনি কিচেন স্টাফদের অর্ডার দিলেন এই খাবারগুলো কায়রোর বস্তি এলাকায় নিয়ে যেতে যেটা খুব গরীব এলাকা। প্রেসিডেন্ট নিজে উপস্থিত থেকে সে খাবারগুলো বিলিয়ে দিলেন।

Comments 1


good information
About Author
Md. Raufur Rahman
Copyright © 2025. Powered by Intellect Software Ltd