বন্ধুদের যাকে আমরা বেশী ভালবাসি তাকে বাসায় দাওয়াত
দেই-গেষ্টরুম থেকে বেডরুম পর্যন্ত ঘুরে ঘুরে দেখাই,কারণ
সে আমার আপন জন। আল্লাহ যাকে বেশী ভালবাসেন তাকে
মনে হয় নিজের ঘর 'বাইতুল্লাহ' ঘুরে দেখার সুযোগ করে দেন।
হে আল্লাহ তুমি আমাকে ও সব বন্ধুদেরকে তোমার আপন করে
নাও আর তোমার ঘর দেখাও।
Comments 1