Home  • Online Tips • Religious

অন্তরেরে ১০ টি রোগ

১.আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি কিন্তু তাঁর আদেশ পালন করিনা। ২.মুখে বলি মুহা:(সা:)কে ভালবাসি কিন্তু তাঁর সুন্নাতের অনুসরণ করিনা। ৩.কোরআন পড়ি কিন্তু তা বুঝিনা তাই বাস্তবায়নও করিনা। ৪.আল্লাহর দেয়া সমস্ত নেয়ামত ভোগ করি,কিন্তু তাঁর প্রতি শুকরিয়া/কৃতজ্ঞতা প্রকাশ করিনা।... ৫.স্বীকার করি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু,কিন্তু তার বিরুদ্ধাচারণ করিনা ৬.জান্নাত চায়, কিন্তু তার জন্য আমল করিনা। ৭.জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু তা থেকে পালানোর চেষ্ঠা করিনা। ৮.বিশ্বাস করি যে প্রতিটি জীবনকেই মৃত্যু বরণ করতে হবে, কিন্তু তার জন্য প্রস্তৃত হইনা। ৯.পর-নিন্দা ও গীবত করি, কিন্তু নিজের দোষ দেখিনা। ১০.মৃত ব্যক্তিকে দাফন করে আসি কিন্তু তা থেকে কোন শিক্ষা গ্রহন করিনা।

Comments 4


thanks
wonderful topics and thinks, I thik everybody should the rule of our creator
sorry, sould maintain
very good.
About Author
Md. Raufur Rahman
Copyright © 2025. Powered by Intellect Software Ltd