Home  • Online Tips • Health

হেঁচকি দূর করার কৌশল

3180 হেঁচকি একবার ওঠা শুরু হলে সেটা আর থামতেই চায় না। যতই চেষ্টা করুন না কেন, অনেকক্ষণ ধরে বিরক্তিকর এই ব্যাপারটা চলতে থাকে। এটা শরীরের জন্য যেমন অস্বস্তিকর তেমনি বিব্রতকরও বটে। বিশেষ করে যদি বাসার বাইরে কোথাও হেঁচকি ওঠা শুরু হয়। দ্রুত হেঁচকি ওঠা বন্ধ করতে রয়েছে একটি সহজ কৌশল আর এর জন্য আপনার কাজে আসবে মাত্র এক চামচ চিনি! এক চা চামচ চিনি মুখে নিন। সাথে সাথেই গিলে ফেলবেন না, কয়েক সেকেন্ড মুখে রেখে দিন। এর পরে পুরোটা একেবারে গিলে ফেলুন। গলার ভেতরে গিয়ে চিনি হেঁচকি থামিয়ে দেবে নিমিষেই.....

Comments 3


Thanks for your valuable post.
দেখা যাচ্ছে চিনিটা গলার কাছে যাওয়ার সাথে সাথে হেচকি উঠল তখন চিনি নাকে মুখে উঠে আপনার বিপদ হতে পারে।
আপু লবণ হলে চলবে কিনা?
About Author
Israt  Jahan
Copyright © 2025. Powered by Intellect Software Ltd