রেসিপি : চিকেন নাগেট
![[media=3276] 3276](/media/image/standard/3276.jpg)
উপকরণ :
মুরগির মাংসের ছোট টুকরা ২ কাপ ,
ডিম ১ টা,
আদা, রসুন বাটা দেড় টেবিল চাম্চ ,
পেঁয়াজ কুচি আধা কাপ ,
কাঁচামরিচ কুচি ২ চা চামচ ,
লবন স্বাদমতন ,
টেস্টিং সল্ট আধা চা-চামচ ,
বিট লবন ১ চা-চামচ ,
স্বাদ -ই ম্যাজিক মশলা ১ প্যাকেট ,
ধনেপাতা কুচি ২ টেবিল চামচ ,
বিস্কুটের গুড়া আধা কাপ ,
কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ ,
তেল পরিমান মত।
Comments 0