Home  • Story, Tales & Poem • Poem
শূন্যতার মানে কবি: সরকার মাসুদ হাওয়া বদলাব বলে ঝিনুকের দেশে যাই ভোরবেলা মনোভাবও বদলাতে চাই ঝিনুকের দেশে। ভোরের কাঁটাও ভালো তার কারণ ভোর কমনীয় পাহাড়ের জাদু ভালো তার কারণ পাহাড় অশেষ! প্রিয়তমার দুই চোখ ধারণার ঝরনাধারা তার নিচে অথই সাম্পান হাসিমুখ পাহাড়-বালিকা বসে থাকে ঝাঁক ঝাঁক তারাফুল ফোটে মনোবেদনার বাঁকে তারা সব ফুটে থাকে প্রিয় অন্ধকারে! ভুল শোধরাতে যাই জেলি মাছ মনোহর ভেজা বালুর দেশে সংশয়ের খাঁড়ির ঢালে হাসিমুখ সাগর-বালিকা ফেরার শূন্য পথে ভেসে যায় পরিযায়ী পাখির মালা আর দীর্ঘ হয়ে ওঠে ব্যক্তিগত ভুলের তালিকা।

Comments 2


nice poem...
good
About Author
Musammat Rehana Akter
Copyright © 2025. Powered by Intellect Software Ltd