Home  • Online Tips • Religious

লাইলাতুল মিরাজ

পবিত্র মিরাজ মুসলামানদের কাছে এক বিশেষ মর্যাদার প্রতিক। ৬২০ খ্রিষ্টাব্দের রজব মাসের ২৬ তারিখের দিবাগত পবিত্র এ রজনীতিতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) মহান আল্লাহর খাস রহমতে প্রথমে কাবা শরিফ থেকে জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন। সেখানে নবীদের জামাতের ইমামতি করে উর্ধ্বলোকে গমন করেন এবং সিদরাতুল মুনতাহায় উপস্থিত হন। ওই পর্যন্ত তার সফরসঙ্গী ছিল ফেরেশতা জিবরাইল (আ:)। তারপর সেখান থেকে তিনি একটি বাহন(রফরফ) এ ৭০ হাজার নূরের পর্দা পেরিয়ে আরশে আজিমে আল্লাহর দিদার লাভে ধণ্য হন। সেখান থেকে তিনি পাচ ওয়াক্ত নামাজ উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার নিয়ে পৃথীবিতে ফিরে আসেন। মিরাজকালে মহানবী (সা:) সৃষ্টি জগতের সব কিছুর রহস্য স্বচেক্ষ দেখেন। পবিত্র মিরাজ তাই মুসলামানদের কাছে বিশেষ মর্যাদার প্রতিক।

Comments 3


সুবহান-আল্লাহ
Thanks
আল্লাহু আকবার
About Author
Md Kasem Ali
Copyright © 2025. Powered by Intellect Software Ltd