Home  • Online Tips • Religious

দিলের দ্বারা সম্পন্ন ঈমানের ৩০টি কাজ

০১-আল্লাহ-তায়ালার-উপর
০১. আল্লাহ তা'য়ালার উপর ঈমান আনা। ০২. আল্লহা ব্যতিত সবকিছু ধ্বংসশীল ও তার সৃষ্টি বলে বিশ্বাস করা। ০৩. ফেরেশতাদের উপর ঈমান আনা। ০৪. আল্লাহর কিতাব সমূহের উপর ঈমান আনা। ০৫. সমস্ত নবী-রাসুলগণের উপর ঈমান আনা। ০৬. তাকদীরের উপর ঈমান আনা। ০৭. কিয়ামতের দিনের উপর ঈমান আনা। ০৮. বেহেশতের উপর ঈমান আনা। ০৯. দোযখের উপর ঈমান আনা। ১০. আল্লাহ তা'য়ালার সঙ্গে মুহাব্বত ও ভক্তি রাখা। ১১. আল্লাহ সন্তুষ্টির জন্য তার বন্ধুর সঙ্গে বন্ধুত্ব ও শত্রুর সঙ্গে শত্রুতা রাখা। ১২. হযরত মুহাম্মদ (সা:) এর প্রতি দুনিয়ার সবকিছু থেকে সবচেয়ে বেশি মহব্বত রাখা। ১৩. ইখলাস বা যে কোন কাজ একমাত্র আল্লাহর উদ্দশে করা। ১৪. তওবা করা। ১৫. খওফ বা সব সময় আল্লাহ পাকের ভয় রাখা। ১৬. রজা বা আল্লাহ পাকের রহমতের আশা করা। ১৭. হায়া বা অন্যয় কাজে লজ্জাবোধ করা। ১৮. ছবর বা বিপদে ধৈর্য ধরা। ১৯. কৃতজ্ঞতা আদায় করা। ২০. ওয়াদা বা অঙ্গীকার করা। ২১. তাওয়াযু বা নম্যতা অবলম্বন করা। ২২. জীবের প্রতি দয়া করা। ২৩. রেযা বিল কাযা বা আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট থাকা। ২৪. তাওয়াক্কুল বা আল্লাহ তা'য়ালার উপর ভরসা করা। ২৫. খোদপছন্দী তথা নিজের শেষ্ঠেত্বের ভাব বর্জন করা। ২৬. কীনা বা অন্যের সঙ্গে মনোমানিল্য না রাখা। ২৭. হাসাদ বা হিংসা-বিদ্বেষ বর্জন করা। ২৮. রাগ দমন করা। ২৯. কারও অকল্যাণ চিন্তা না করা্ ৩০. দুনিয়ার মায়া-মহব্বত পরিত্যাগ করা।

Comments 0


About Author
Md Kasem Ali
Copyright © 2025. Powered by Intellect Software Ltd