Home  • Online Tips • Religious

নামায ভঙ্গের কারণসমূহ

০১-নামাজ-অশুদ্ধ-পড়া
০১. নামাজ অশুদ্ধ পড়া। ০২. নামাযের ভিতর কথা বলা। ০৩. কাউকে সালাম দেওয়া। ০৪. সালামের উত্তর দেওয়া। ০৫. উহ্ আহ্ শব্দ করা। ০৬. বিনা ওযরে (কারণে) কাশি দেয়া। ০৭. আমলে কাসীর করা। (অপ্রয়োজনীয় অতিরিক্ত আমল) ০৮. বিপদে বা বেদনায় শব্দ করে কাঁদা। ০৯. তিন তাসবীহ পরিমান সময় সতরের কোন অঙ্গ খুলে থাকা। ১০. মুক্তাদি ব্যতীত অন্য কোন ব্যক্তির লুকমা নেয়া। ১১. সুসংবাদে ‘আলহামদু লিল্লাহ’ ও দুঃসংবাদে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ’ বলে উত্তর দেয়া। ১২. নাপাক জায়গা সিজদা করা। ১৩. কিবলার দিক থেকে সিনা (বক্ষদেশ) ঘুরিয়ে যাওয়া। ১৪. নামাযে কুরআন শরীফ দেখে পড়া। ১৫. নামাযে শব্দ করে হাসা। ১৬. নামাযে দুনিয়াবী কোন কিছু প্রার্থনা করা। ১৭. ‘ইয়ারহামুকাল্লাহ’ বলে হাঁচির উত্তর দেয়া। ১৮. নামাযে কোন খাওয়া বা পান করা। ১৯. ইমাম থেকে মুক্তাদীর এগিয়ে দাড়ান।

Comments 4


Thank you so much
very good
নামাযে দুনিয়াবী কোন কিছু প্রার্থনা করা - please explain to make it more clear
যে সকল প্রার্থণা শুধু মাত্র দুনিয়ার সাথে সম্পর্কিত (যেমন: নিজের খায়েশ পূরণের জন্য ধন-সম্পদ চাওয়া) সে সকল প্রার্থণা নামাযরত অবস্থায় চাওয়া যাবে না।
About Author
Md Kasem Ali
Copyright © 2025. Powered by Intellect Software Ltd