বেখেয়ালে কিছু নিষিদ্ধ কাজ আমরা করি ! অথচ এগুলো করা হারাম!
✒গোসলখানায় প্রসাবকরা যাবে না।(ইবনে মাজাহঃ ৩০৪)
✒কেবলামুখি বা তারউল্টো হয়ে প্রসাব,পায়খানা করা যাবে না। (সহিহবুখারি ৩৯৫, নাসায়ীঃ ২১, আততিরমিজিঃ ৮)
✒গুলি বা তীরেরনিশানা প্রশিহ্মণের জন্যপ্রাণী ব্যাবহার করা যাবে না।(মুসলিমঃ ৫১৬৭,সুনানে আবুদাউদঃ ২৮১৭,ইবনে মাজাহঃ ৩১৭০,আত তিরমিজিঃ ১৪০৯)
✒ ইয়াহুদি,খ্রিষ্টান ও মুশরিক কাউকে বিয়ে করা যাবে না। আল কোরআন (সূরা আন নিসা/নুর)
✒স্বামী ব্যাতিত অন্য কারোর জন্যসাজা হারাম।আল কোরআন(আহজাবঃ ৩৩)
✒ মুর্তি কেনা,বেঁচা,পাহারা দেওয়া হারাম।আল কোরআন (মাইদাহঃ ৯০, ইবরাহীমঃ ৩৫)
✒কারো মুখমণ্ডলে আঘাতকরা যাবে না।আল হাদিস (মুসলিমঃ ৬৮২১,আবুদাউদঃ ৪৪৯৬,আহমদঃ ৫৯৯১)
✒কাপড় পরিধাণ থাকা সত্তেও কারো গোপন অঙ্গের জায়গার দিকে দৃষ্টিপাত করা যাবে না। (মুসলিমঃ ৭৯৪, তিরমিজিঃ ২৭৯৩,ইবনে মাজাহঃ ৬৬১,আহমদঃ ১১৫০১)
✒আল্লাহ ব্যাতিত কারো নামে কসম করা যাবে না।বাপ দাদার নাম,কারো হায়াত,মসজিদ বা কোরআন এর নামে কসমকরা, মাথায় নিয়ে সত্যতা প্রকাশকরা যাবে না।(আবু দাউদঃ ৩২৫০,নাসায়ীঃ ৩৭৭৮)
✒কোনপ্রাণীকে আগুনে পুড়িয়ে মারা যাবে না। আল হাদিস (আবু দাউদঃ ২৬৭৭, আহমদঃ ১৬০৩৪)
✒যারা এগুলো করে তারা জান্নাতেরগন্ধও পাবে না। (আবু দাউদঃ ৩৬৬৮, ইবনে মাজাহঃ ২৫২)
Comments 0