*লোহার উপর দস্তার প্রলেপ দেয়াকে বলে -গ্যালভানাইজিং।
*আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে -মরিচিকায়।
*পানি বরফে পরিণত হলে -আয়তনে বাড়ে ।
*বৈদুতিক বাল্বের ফিলামেন্ট তৈরী -টাংস্টেন দিয়ে।
*CFC বা ক্লোরোফ্লোরো কার্বন ধ্বংস করে -ওজন স্তর।
*ডুবোজাহাজ হতে পানির উপরে দেখার জন্য ব্যবহৃত হয় -পেরিস্কোপ।
*ব্যাটারি হতে পাওয়া যায়-ডিসি কারেন্ট।
*সর্বোত্তম তড়িৎ পরিবাহক -তামা ।
*ডিনামাইট আবিস্কার করেন -আলফ্রেড নোবেল।
*পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় -গ্রাফাইট।
*আলোর নিয়মিত প্রতিফলণ ঘটে -দর্পনে ।
*স্টিফেন হকিন্স একজন -পদার্থবিদ।
*পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি -জীবাস্ম জালানি।
*জীব-জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি -অতি বেগুণী রশ্মি।
*এক্সরে এর একক-রনজেন।
*পারমাণবিক বোমা উৎপন্ন হয় -ফিশন পদ্ধতিতে।
*হাইড্রোজেন বোমা উৎপন্ন হয় -ফিউশন পদ্ধতিতে।
*প্লবতা সূত্র আবিস্কার করেন -আর্কিমিডিস।
*বিদ্যুৎ শক্তির হিসাব করা হয় -কিলোওয়াট / ঘন্টা kw/h.
*১ অশ্ব শক্তি (H.P.) -৭৪৬ ওয়াট বা ৫৫০ ফুট-পাউন্ডাল শক্তি ।
_____________________________________________
Comments 0