১, 'মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ'-
বাক্যে 'মরি মরি' কোন শ্রেণীর অব্যয় ? ---
অনন্বয়ী
২, 'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? ---দুল +না
৩, 'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ---ধ্বনিতত্ত্ব
৪, কোনটি অপ্রানীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয়? ---গ্রাম
৫, ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’ ‒এখানে ‘টাপুর টুপুর’ কোন
ধরনের শব্দ? ---দ্বিরুক্ত শব্দ
৬, কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?--ভাই-বোন
৭, ‘যা সহজে অতিক্রম করা যায় না’ ‒ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী? ---
দুরতিক্রম্য
৮, বাংলা একাডেমীর আঞ্চলিক অভিধান-
সম্পাদনা কে করেন? ---মুহম্মদ শহীদুল্লাহ
৯, পূজারী শব্দটিতে কোন প্রত্যয় যোগ
হয়েছে--- আরী
১০, কোন বানানটি শুদ্ধ? --- সুচিস্মিতা
১১, ‘কর্মে যার ক্লান্তি নেই’ ‒ এ
বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী? ---অক্লান্ত কর্মী
১২, ক্রিয়াপদ ---কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
১৩, কোনটি অনুজ্ঞা? --- তুমি যাও
১৪, ‘যত বড় মুখ নয় তত বড় কথা’ ‒এখানে ‘মুখ’ বলতে কী বোঝায়? ---শক্তি
১৫, কোন বানানটি শুদ্ধ? --- মুমূর্ষু
১৬, ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়? ---মৈথিলী ভাষার একটি উপভাষা
১৭, ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ-কে রচনা করেন? --- সুনীতিকুমারচট্টোপাধ্যায়
১৮, পদ বা পদাবলী বলতে কী বুঝায়?
---পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
১৯, ভিক্ষুকটা যে পিছনে লেগেই
রয়েছে, কী বিপদ!- এই বাক্যের কী- এর অর্থ--- বিরক্তি
২০, হ্ম-এর বিশ্লিষ্ট রূপ- --হ+ম
Comments 0