এক সাংবাদিক একবার এক পাগলাগারদের উপর রিপোর্ট করবে ঠিক করলো। তাই সে পাগলাগারদে গিয়ে সেখানকার ইনচার্জ ডাক্তারের সাক্ষাৎকার নেয়া শুরু করলো...
সাংবাদিক - আপনাদের এখানে মোট কতজন পাগল ভর্তি আছে?
ডাক্তার- আমাদের মোট সিট ২০০, বর্তমানে ৩ টি সিট খালি আছে।
সাংবাদিক - আপানারা কিভাবে পাগল সনাক্ত করেন? এটাত মানসিক সমস্যা, বাইরে থেকে নাও বোঝা যেতে পারে।
ডাক্তার- আমরা রোগীকে কিছু প্রশ্ন করি আর তার দেয়া উত্তর থেকে আমরা বুঝতে পারি যে সে পাগল না সুস্থ। পাগল প্রমানিত হলে আমরা তাকে দ্রুত ভর্তি করে নেই।
সাংবাদিক - কি প্রশ্ন? আমাকেও একটা করেনতো দেখি?
ডাক্তার- ওকে, আমরা যদি একটা বাথটাব এ পুরোটা পানি ভরে আপনাকে একটা টেবিলচামচ, একটা মগ আর একটা বালতি দেই তাহলে আপনি কি দিয়ে বাথটাবটা সম্পূর্ণ খালি করবেন?
সাংবাদিক - এটাতো খুব সহজ, আমি অবশ্যই বালতি ইউজ করবো, আর পাগলরা নিশ্চয়ই টেবিলচামচ ইউজ করতে চাইবে, তাইনা?
ডাক্তার-(দীর্ঘশ্বাস ফেলে) আপনি দ্রুত আমাদের পাগলাগারদে ভর্তি হয়ে যান, সিট খালি আছে।
সাংবাদিক - কেন?
ডাক্তার- কোন সুস্থ মস্তিস্কের লোক বাথটাবটা খালি করতে এগুলো কোনটাই ইউজ করবেনা, সে বাথটাবের পানি বের করার চেইনটা টেনেই বাথটাবটা খালি করে ফেলবে...
Comments 1