Home  • Online Tips • Mobile

যাদের মোবাইলে বাংলা নেই তারা বাংলা ফন্ট ইন্সটল করুন

975 ১. প্রথমে SolaimanLipi ফন্টটি ডাউনলোড করে নিন। ২. এরপর আপনার নোকিয়া ফোনের মেমোরি কার্ডটি বের করে কার্ড রিডার দিয়ে কমপিউটারের সাথে সংযুক্ত করুন। রুট ফোল্ডারে “resource” নামে একটা ফোল্ডার তৈরী করুন, এই ফোল্ডারের ভেতরে “fonts” নামে আরেকটি ফোল্ডার বানান। ৩. SolaimanLipi.ttf এই ফাইলটির ৮ টি কপি ঐ ফোল্ডারে সেভ করুন। এরপর তাদেরকে নীচের ৮ টি নামে rename করে নিন। - ncrbiu.ttf - ncrbru.ttf - ncrriu.ttf - ncrrru.ttf - nosnr60.ttf - nssb60.ttf - nstsb60.ttf - s60zdigi.ttf ৪. এবার মেমোরি কার্ডটি পুনরায় মোবাইলে ব্যবহার করলে দেখতে পাবেন ফন্ট পরিবর্তন হয়ে গেছে। খেয়াল রাখবেন মোবাইলের ডাটা কেবল কানেক্ট করে এই ফোল্ডার তৈরী করা যাবে না। কারন, ফন্টটা তখন মোবাইলে ব্যবহার হয়। তাই কার্ড রিডার ছাড়া এইকাজটা সম্ভব নয়। আরেকটা কথা বলি যদি ফন্ট বা বাংলা পছন্দ না হয়, তাহলে খালি মেমোরী কার্ড থেকে ঐ resource ফোল্ডারটা মুছে দিন তাহলেই আবার আগের মতো হয়ে যাবে। এই কাজটা আমার nokia n7০ এ সফলভাবে করতে পেরেছি। আসা করছি আপনিও পারবেন।_ download link-http://downloads.sourceforge.net/ekushey/SolaimanLipi_20-04-07.ttf

Comments 1


যাদের মোবাইলে বাংলা নেই তারা বাংলা ফন্ট ইন্সটল করুন
About Author
VCampus
Copyright © 2025. Powered by Intellect Software Ltd