যে সকল সম্পত্তি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং যার উপর অবচয় ও অবলোপন না ধরে অবয় ধরা হয সে সকল সম্পত্তিকে ক্ষয়িষ্ণু সম্পত্তি বলা হয়। যেমন কয়লার খনি, তেলের খনি, গ্যাস ফিল্ড ইত্যাদি। সুতরাং কয়লা খনি হল ক্ষয়িষ্ণু সম্পত্তি।