Question:ABC Ltd. এর যন্ত্রপাতি হিসাবে ১৯৮৭ সালের ১লা জানুয়ারীতে ডেবিট জের ছিল ১,৪৭,৩৯০ টাকা। কোম্পানী এই যন্ত্রপাতিটি ১৯৮৪ সালের জানুয়ারি মাসে ক্রয় করে এবং তখন থেকেই ১৫% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য কর। কিন্তু, ১৯৮৭ সালে কোম্পানী অবচয় নীতি পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় এবং অবচয় হার অপরিবর্ততে রেখে সরল রৈখিক পদ্ধতিতে তা ১৯৯৮৪ সালে হতে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে ১৯৮৭ ৫০,০০০ টাকার অতিরিক্ত যন্ত্রপাতি ক্রয় করা হয়। ১৯৮৭ সালের ৩১ ডিসেম্বর হিসাব বৎসর সমাপ্ত হলে নতুন পদ্ধতি কার্যকর করার ফলে কত টাকা অবচয় বেশী দেখানো যাবে? 

A ১৮,২৮০ টাকা 

B ১৫,৩৯০ টাকা 

C ১৫৩১০ টাকা 

D ১৬৩৯০ টাকা 

+ Answer
+ Explanation
+ Report
Total Preview: 496

Copyright © 2025. Powered by Intellect Software Ltd