Question:একটি ক্লাবের সদস্যদের থেকে ২,০০,০০০ টাকা চাঁদা পাওয়া গেল। এর মধ্যে পূর্ববর্তী বচরের পাওনা, ৩,০০০ টাকা এবং অগ্রিম প্রাপ্তি ১,০০০ টাকা যোগ আছে। বর্তমান বছরে ৫ সদস্যদের প্রতি জনের ৫০০ টাকা হিসাবে চাঁদা বকেয়া আছে। বর্তমান বছরের আয়ের পরিমাণ কত?
A ১৯৫,০০০ টাকা
B ২০২,০০০ টাকা
C ১০০,৫০০ টাকা
D ১৯৮,৫০০ টাকা
+ AnswerD
+ Explanation
+ Report