Question:আর এফ এল কোম্পানীর প্রতিটি ১০ টাকা মূল্যের ১০,০০০ টি ৭% সঞ্চয়ী অগ্রধিকার শেয়ার এবং প্রতিটি ১০ টাকা মূল্যের ৫,০০০ টি সাধারণ শেয়ার রয়েছে। ২০১২ সালে কোম্পানীর নীট লাভ হয় ২০,০০০ টাকা এবং ২০১১ সালে নীট ক্ষতি হয় ১,০০০ টাকা। ২০১২ সালে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার মালিকরা কত টাকা লভ্যাংশ পাবে?
A ৭,০০০ টাকা
B ১৪,০০০ টাকা
C ২০,০০০ টাকা
D ২১,০০০ টাকা
+ Explanationসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কোন বছর নীট মুনাফা না হয়ে নীট ক্ষতি হলেও নির্দিষ্ট হারে তাদের লভ্যাংশ সঞ্চিতি থাকে এবং যে বছর নীট মুনাফা হয় সে বছর সঞ্চিতি লভ্যাংশ সহ পরিশোধ করতে হয়। সুতরাং এখানে ২০১২ সালে লভ্যাংশ প্রদেয় হবে-
২০১১ সালের (১০x১০,০০০)x৭%=৭,০০০ টাকা
২০১২ সালের (১০x১০,০০০)x৭%=৭,০০০ টাকা
= মোট ১৪,০০০ টাকা