Question:একটি হিসাবকালে নীট বিক্রয়ের পরিমাণ ৭,৮০,০০০ টাকা, মোট লাভের হার ৪০% নীট লাভের ২৫%। উক্ত হিসাবকালের ব্যবসায়ের পরিচালন খরচ -
A ৩,১২,০০০ টাকা
B ১,১৭,০০০ টাকা
C ১,৯৫,০০০ টাকা
D ৫,০৭,০০০ টাকা
E ৪,২৯,০০০ টাকা
+ Explanationদেয়া আছে,
নীট বিক্রয়=৭,৮০,০০০ টাকা
মোট লাভের হার=৪০% এবং নীট লাভের ২৫%
সুতরাং মোট লাভ=৭,৮০,০০০x৪০%=৩,১২,০০০ টাকা
নীট লাভ=৭,৮০,০০০x২৫%=১,৯৫০০০ টাকা
সুতরাং পরিচালণ খরচ= মোট লাভ-নীট লাভ
=(৩,১২,০০০-১,৯৫,০০০)=১,১৭,০০০ টাকা
অন্য কোন খরচ এবং আয় না থকার কারণে, মোট লাভ থেকে পরিচালন খরচ বিয়োগ করে নীট লাভ পাওয়া যায়। এখানে, তাই মোট লাভ থেকে নীট লাভ বিয়োগ করে পরিচালন ব্যয় বের করা হয়েছে।