+ Explanationপণ্য উৎপাদনের জন্য কাঁচামাল হতে শুরু করে পণ্য উৎপাদন পর্যন্ত যাবতীয় খরচ সমূহ উৎপাদন। সুতরাং প্রশ্নটির সঠিক উত্তরের জন্য প্রদত্ত অপশন গুলোর মধ্যে (ক), (খ), (গ) সবগুলোই উৎপাদন ব্যয়ের উপাদান। শুধুমাত্র অপশন (ঘ) পণ্য বিতরণ ভ্যানের অবচয় যা উৎপাদনের সাথে জড়িত নয়। ফলে এটি উৎপাদন ব্যয়ের উপাদান নয়।