+ Explanationপন্য উৎপাদনের সাথে সরাসরিভাবে জড়িত ব্যয় সমূহ হতে উৎপাদন ব্যয়ের উপাদান বা উৎপাদন ব্যয়। যেমন-প্রত্যক্ষ কাঁচামাল, কাঁচামালের পরিবহন ব্যয়, মজুরি, উৎপাদিত যন্ত্রপাতির অবচয় প্রভৃতি। এখানে বিজ্ঞাপন খরচ হল পন্য বন্টন বা বিক্রয়ের জন্য প্রচার সংক্রান্ত খরচ। ইহা উৎপাদন ব্যয় নয়।