পন্য উৎপাদনের সাথে জড়িত সকল প্রকার প্রত্যক্ষ খরচ উৎপাদন ব্যয়ের বা কারখানা ব্যয়ের অন্তর্গত। যেমন: কাঁচামাল ক্রয় ব্যয়, জাহাজ ভাড়া, শুল্ক, আন্তঃপরিবহন বা কাঁচামালের আনয়ন খরচ, মজুরি ও অন্যান্য প্রত্যক্ষ খরচ।